Saturday, February 13, 2016

যতি বা ছেদ চিহ্ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ



১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিবেন কি ভাবে -বিস্তারিত আলোচনা



আমাদের আলোচনায় থাকছে যতি বা ছেদ চিহ্ন নিয়ে।যতি বা ছেদ চিহ্ন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে যে প্রশ্ন গুলো আসবার সম্ভাবনা বেশি সেই প্রশ্ন গুলো নিয়ে আমাদের আলোচনা।

এখানে গুরুত্বপূর্ণ গুলো আলোচনা করা হলোঃ
প্রশ্নঃ হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? উত্তরঃ বিস্ময়
প্রশ্নঃ হাইফেন এ কতটুকু থামতে হয়? উত্তরঃ থামার প্রয়োজন নেই
প্রশ্নঃ এক কথার সাথে অন্য কথার, এক বাক্যের সাথে অন্য বাক্যের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলে যে চিহ্ন হয়, তার নাম কি? উত্তরঃড্যাশ
প্রশ্নঃ সম্বোধনের পর কোন চিহ্ন বসে? উত্তরঃ কমা
প্রশ্নঃ কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বসে– উত্তরঃ ড্যাশ
প্রশ্নঃ বিস্ময় চিহ্ন কোনটি? উত্তরঃ !
প্রশ্নঃ যতি বা ছেদ চিহ্ন কয়টি? উত্তরঃ১২টি
প্রশ্নঃ প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? উত্তরঃপ্রশ্নচিহ্ন
প্রশ্নঃ ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় না– উত্তরঃ সম্বোধন বোঝাতে
প্রশ্নঃ দাড়ি (পূর্ণচ্ছেদ) এ কত সময় থামতে হয়? উত্তরঃ এক সেকেন্ড
প্রশ্নঃ দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? উত্তরঃ সেমিকোলন
প্রশ্নঃ সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে? উত্তরঃ কোলন
প্রশ্নঃ কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? উত্তরঃ দাঁড়ি
প্রশ্নঃ কমার(,) বিরতিকাল কতক্ষণ? Ans: ১ বলতে যে সময় লাগে
প্রশ্নঃ ‘দেখ আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয়’- বাক্যটিতে বিরামচিহ্ন বসবে– উত্তরঃ ৪ টি
প্রশ্নঃ কোনটির বিরতিকাল কোলন ড্যাশ -এর বিরতিকালের সমান? উত্তরঃ কোলন
প্রশ্নঃ পরবর্তী রূপবোধক চিহ্নে কত সময় বিরতির প্রয়োজন? উত্তরঃ থামার প্রয়োজন নেই
প্রশ্নঃ কোনটি ‘কোলন’? উত্তরঃ :
প্রশ্নঃ লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? উত্তরঃ বিরামচিহ্ন
প্রশ্নঃ বাক্যে দৃষ্টান্ত প্রয়োগের জন্য কোন চিহ্ন বসে? উত্তরঃ কোলন
প্রশ্নঃ কমা চিহ্ন কোনটি? উত্তরঃ ,
প্রশ্নঃ চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? উত্তরঃ দাঁড়ি
প্রশ্নঃ একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? উত্তরঃ সেমিকোলন
প্রশ্নঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়? উত্তরঃকোলন
প্রশ্নঃ বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে? উত্তরঃ ১২টি
প্রশ্নঃ পূর্ণবাক্য শেষে ব্যবহৃত চিহ্নকে কি বলে? উত্তরঃ দাঁড়ি
প্রশ্নঃ বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? উত্তরঃএক সেকেন্ড
প্রশ্নঃ কোনটির বিরতিকাল নেই? উত্তরঃ হাইফেন

No comments:

Post a Comment