(সাধারণজ্ঞান, গণিত, ইংরেজী,
বাংলা, প্রশ্নের সমাধান)
.
# সাধারণজ্ঞান
১/ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
সংবিধান কোন তারিখ থেকে
কার্যকর হয়?
= ১৬ ডিসেম্বর,১৯৭২
২/ বাংলাদেশে কোনো ব্যক্তির
ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স
কত?
= ১৮ বছর
৩/ ৬ দফা দাবি কোথায় উত্থাপন করা
হয়?
= লাহোরে
৪/ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি
মাইনুল হোসেন কত সালে মৃত্যুবরণ
করেন?
= ২০১৪ সালে
৫/ দহগ্রাম ছিটমহল কোন জেলায়
অবস্থিত?
= লালমনিরহাট
৬/ বেগম রোকেয়া জন্মস্থান কোন
জেলায়?
= রংপুর
৭/ স্বাধীন বাংলা বেতারকেন্দ্র
প্রথম কোথা থেকে প্রচার শুরু করে?
= কালুরঘাট
৮/ বাংলাদেশের বৃহত্তম বনভূমি
কোনটি?
= পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
৯/ ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন
অঞ্চলের লোক সংগীত?
= রাজশাহী
১০/ মুক্তিযুদ্ধের সময় সমগ্র
বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ
করা হয়েছিল?
= ১১টি
১১/ নোবেল পুরস্কার বিজয়ী প্রথম
বাঙালির নাম কি?
= রবীন্দ্রনাথ ঠাকুর
১২/ কোনটি ‘চিরশান্তির’ শহর নামে
পরিচিত?
= রোম
১৩/ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
= এশিয়া
১৪/ পাবলো পিকাসো কোথায়
জন্মগ্রহণ করেন?
= স্পেন
১৫/ সবচেয়ে বেশী পামওয়েল উত্পন্ন
হয় কোথায়?
= মালয়েশিয়া
১৬/ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম
প্রেসিডেন্ট কে?
= জর্জ ওয়াশিংটন
১৭/ WTO এর পূর্ণরূপ কোনটি?
= World Trade Organization
১৮/ সার্ক কোন সালে, কোথায়
প্রতিষ্ঠিত হয়?
= ১৯৮৫ সালে ঢাকায়
১৯/ আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF)
কবে হতে কার্যক্রম শুরু করে?
= ১৯৪৭ সালে
২০/ কোন দেশকে ‘হাজার হ্রদের দেশ’
বলা হয়?
= ফিনল্যান্ড
২১/ মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
= ত্বক
২২/ সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
= হীরা
২৩/ ইন্টারনেট কবে থেকে চালু হয়?
= ১৯৬৯ সাল
২৪/ কোন রঙ বেশী দূর থেকে দেখা
যায়?
= লাল
২৫/ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম
কি?
= সিসমোগ্রাফ
.
# গণিতঃ
1. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য x
মিটার হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
কত?
→a²/2 ব.মি.।
2. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও
প্রস্থের অনুপাত 3:1 এবং উহার
পরিসীমা 200 মিটার হলে, ক্ষেত্রফল
কত?
→1875 ব.মি.।
3. x+(1/x) = 2 এবং y – (1/y) = 3 হলে, x²
+y²+(1/x²)+(1/y) এর মান কত?
→ 13
4. |x – 2 | ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান
কত?
→ —3
5. 2/5 এর 25% = কত?
→ 0.1
6. log3^81 =?
→4
7. 3^(mx-1) = 3a^(mx-2) হলে, m এর মান
কত?
→2/m
8. A={-1,1,2} & B = { } হলে, AΠB বা, A
Intercept B এর মান কত?
→{}
9. 2cm/sec কে H/KM এ রূপান্তর করলে
কত হবে?
→7.2 K/H
10. 1+4+7+10+……+73 সামন্তর ধারাটির
সমষ্টি কত হবে?
→925
11. দুটি সংখ্যার ল.সা.গু 240 এবং
গ.সা.গু 20 হলে, এবং একটি সংখ্যা 70
এর বেশি হলে অপর সংখ্যাটি কত?
→60.
12. কোন সেটের সদস্য সংখ্যা 3 হলে,
এর উপসেটের সংখ্যা হবে?
→3
13. ৫০ টাকায় দুটি এবং ৫০ টাকায় ৩
করে সমসংখ্যক আম কিনে, ২ টি ৪৭
টাকায় বিক্রি করলে। শতকরা কত লাভ
বা ক্ষতি হবে?
→35% লাভ।
14. দুইটি কোণের একই শীর্ষবিন্দু
থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর
বিপরীত দিকে অবস্থান করলে, কোণ
দুটি হবে –
→সন্নিহিত কোণ।
15. 2a²—4ab+4b² থেকে কত যোগ বা,
বিয়োগ করলে তা একটি পূর্ণ বর্গ হবে?
→ a² বিয়োগ করলে।
16. কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১২০°
হলে, পরিধিস্থ কোণ কত হবে?
→৬০°
17. ৮, ১২ এবং ১৬ এর চতুর্থ সমানুপাতিক
কত হবে?
→২৪
18. কোন দ্রব্যের মূল্য ৬% বেড়ে
গেলে, ঐ দ্রব্যের ব্যবহার কি পরিমান
কমালে ঐ দ্রব্যের
জন্য ব্যয় বৃদ্ধি পাবে না?
→৫.৬৬%
19. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮
বর্গমিটার। ইহার দৈর্ঘ্য হতে ১ মিটার
কমালে ও
প্রস্থ ১ মিটার বৃদ্ধি করলে, ক্ষেত্রফল
৪৯ মিটার হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও
প্রস্থ কত মিটার?
→৮ ও ৬
20. x²+7x+p যদি x-5 দ্বারা বিভাজ্য হয়,
তাহলে P এর মান কত?
→ -60
21. ১.৯৮, ৩ এর ৬০% এবং √৩ কে মানের
নিম্নক্রমানুসারে সাজালে কি হবে?
→১.৯৮, ৩ এর ৬০% এবং √৩
22. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩
হলে, তার গুণফল কত হবে?
→১৩২০
23. ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত
বর্ধিত করা হলে, <ACD এর সমান হবে?
→ <A+<B
24. বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত
দূরত্বকে কি বলে?
→ব্যাসার্ধ
25. xy কে দুটি বর্গের অন্তরফলরূপে
প্রকাশ করলে কি পাওয়া যাবে?
→ (x+y/2)² – (x-y/2)²
.
# ইংরেজী:
১/ Maiden speech – Ans: first speech
2/ He — for five hours and is still sleeping.
Ans: has been sleeping
3/ We shall establish a college very soon.
Which indicates the
word 'establish '? Ans: set up
4/ What is the passive form of the sentence
—
'Give the order'?
Ans: Let the order be given
5/ The antonym of the word 'delete' is —
Ans:
insert
6/ The female of a horse is called — Ans: a
mare
7/ Do not leave —- I come. Ans: until
8/ 'Hardy' is the synonym of — Ans:
convenient to hadle
9/ I found the 'worse' condition. The word
worse is — Ans: comparative
10/ What is the verb form of danger? Ans:
endanger
11/ His conduct admits —- no excuse. Ans:
of
12/ The sentence "The school was built in
1971" is — Ans: passive
13/ Which one is connected to complain?
Ans:
Lodge
14/ He had written the book before he —-
Ans: retired
15/ Which of the following phrases means 'to
tolerate '? Ans: put up with
16/ Instead of 'continue' we can say — Ans:
carry on
17/ Which one is correct? Ans: One of my
frieds is a lawyer
18/ Proclaim means — Ans: announce
19/ Which one is imperative sentence? Ans:
Close the door
20/ Which one is present perfect tense? Ans:
I
have walked
21/ Prior to means — Ans: before
.
# বাংলাঃ
1. চর্যাপদের আদি কবি কে?
→লুইপা।
2. বিদ্যাপতি কোথাকার কবি
ছিলেন?
→মিথিলার।
3. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার
প্রথম কবি?
→শাহ মুহাম্মদ সগীর।
4. ব্যাকরণ ভাষাকে কি করে?
→বর্ণনা / বিশ্লেষণ করে।
5. কোনটি শুদ্ধ বানান?
→চাণক্য
6. কোনটি গ্রিক শব্দ?
→দাম।
7. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে
প্রতিষ্ঠিত হয়?
→১৮০০ সালে।
8. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক
কে?
→অক্ষয় কুমার দত্ত।
9. কোনটি রামরাম বসুর লেখা?
→লিপিমালা।
10. কোন গল্পটিতে মুসলমান চরিত্র
আছে?
→কাবুলিওয়ালা।
11. জসীমউদ্দিনের কাব্য নয় কোনটি?
→মাটির মায়া।
→মাটির কান্না (জসীম উদ্দিনের)
12. শাহনামা কোথাকার মহাকাব্য?
→পারস্য।
13. তাম্বুল শব্দের অর্থ কি?
→পান।
14. প্রাচীন এর বিপরীত শব্দ কি?
→অর্বাচীন।
15. নেমেসিস নাটকটির লেখক কে?
→নুরুল মোমেন।
16. রুদ্রমঙ্গল কি?
→প্রবন্ধ।
17. হরতাল কোন ভাষার শব্দ?
→গুজরাটি।
18. মহর্ষি কোন সমাস?
→কর্মধারয়।
19. শরৎচন্দ্রের ছোটগল্প কোনটি?
→মহেশ।
20. রাইফেল রুটি আওরাত কার রচনা?
→আনোয়ার পাশা।
21. বটতলার উপন্যাস কার লেখা?
→রাজিয়া খান।
22. সুফিয়া কামালের কবিতা
কোনটি?
→তাহারেই পরে মনে।
23. কাজী নজরুল ইসলাম কত সালে
সাহিত্যে
একুশে পদক লাভ করেন?
→১৯৭৬ সালে।
24. বায়ান্ন গলির এক গলি কার রচনা?
→রাবেয়া খাতুন।।
25. বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
→৭টি।।
No comments:
Post a Comment