Saturday, January 30, 2016

ইন্টারনেশনাল ভার্চুয়াল ক্রেডিট কার্ড অর্ডার করার পদ্ধতি






BDCard International Prepaid Card: Yap, we made it finally! Now you can report your problem through our Problem Resolution Centre, with a better engagement!
এটি একটি International Reloadable Prepaid Credit Card, যার মেয়াদ ০৩ বছর। এটি রিচার্জ ক'রে আপনি বিল ও ফী পরিশোধ করতে পারবেন বিশ্বের যেকোনো ওয়েবসাইটে, যেমন Amazon, eBay, Facebook, Google Play Store, Apple Apps Store, GoDaddy, HostGator, Agoda, Ali Express, Air Asia প্রভৃতি ওয়েবসাইটে।
ছাত্ররা সহজেই এই কার্ডের সাহায্যে তাদের ACCA, GRE, GMAT, SAT, SEVIS I-20, CiMA, TOEFL এবং University Application Fee পরিশোধ করতে পারবেন।
ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, বিজ্ঞানী প্রমুখ পেশাদার ব্যক্তিরা তাঁদের বিভিন্ন Seminar, Conference, Journal Subscription, Hotel Booking, Professional Registration Fees, Immigration Fees প্রভৃতি খুব সহজে এবং নিরাপদে পরিশোধ করতে পারেন।
ব্যবসায়ীরা এই কার্ড ব্যবহার ক'রে তাঁদের পণ্য ও সেবার বিজ্ঞাপন Facebook, Google প্রভৃতি প্ল্যাটফর্মে কোটি কোটি গ্রাহকের কাছে পৌছে দিতে পারেন।
এটি ভার্চুয়াল, তাই গতানুগতিক প্লাস্টিক ক্রেডিট কার্ডের চেয়ে বেশি নিরাপদ, কারণ এটি হারিয়ে যাবার ভয় নেই, এবং Disposable ও সুরক্ষিত। আপনার ব্যক্তিগত আর্থিক তথ্য নিরাপদ রাখতে ভার্চুয়াল কার্ড ব্যবহার ক'রা সবসময়ই অধিকতর নিরাপদ।
কোনো বাৎসরিক বা মাসিক ফী নেই, নেই কোনো কার্ড ইস্যু ফী। কার্ডটি ডেলিভারি নেয়ার জন্য আপনার BDCard Account-এ কমপক্ষে ২০ ডলার রিচার্জ করতে হবে। কার্ড ডেলিভারির সময়ে আপনি পাবেন একটি International Virtual Credit Card (Prepaid), যেখানে আপনার ১৬ ডিজিটের কার্ড নাম্বার, ০৩ সংখ্যার CVV/CSC Code, এবং Expiry Details, যার মেয়াদ থাকবে ০৩ বছর।
আপনি আপনার অ্যাকাউন্টে Login ক'রে Prepaid Long Digit PIN নাম্বারের সাহায্যে নিজেই আপনার কার্ডটি রিচার্জ করে নিতে পারেন। Recharge PIN সংগ্রহের জন্য আপনার প্রয়োজনীয় পরিমাণ ডলারের সমপরিমাণ টাকা bKash, or via Bank Deposit পরিশোধ করতে পারেন।
If you are encountering any problem to use our card, please report it from https://www.bdcard.co.uk/problem-resolution.html
Use our engaging Problem Resolution Centre to resolve any issue you encounter from using our services! Stop being upset, tell us to resolve!
bdcard.co.uk
গোপন পিন নাম্বার দিয়ে আপনার BDCard Wallet রিচার্জ করার পদ্ধতি।

BDCard Notice Board: Recharge PIN Usage Guide has been published at https://www.bdcard.co.uk/recharge-pin-guide.html

This is a Recharge PIN user manual for customers who experience difficulties to use their Recharge PIN. A BDCard Username and Password is required.
বিকাশের মাধ্যমে আপনার কার্ড রিচার্জ বিল, ফেসবুক বিজ্ঞাপনের বিল, এবং অন্যান্য অনলাইন কেনাকাটার বিল পরিশোধ করার সচিত্র পদ্ধতিঃ

After the payment is successful, please go to https://www.bdcard.co.uk/payment-verification.html to verify your payment.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৬


National University Job Circular 2016


Job Description:

Company/Organization: National University
Positions: Assistant Registrar, section officer & others
Qualification: See the circular
Salary: See the circular
Deadline: February 18, 2016

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৬

Bangladesh Road Transport Authority Job Circular 2016

Short Description:
Company/Organization: Bangladesh Road Transport Authority
Positions: Mechanical Assistant and Others
Qualification: See the circular
Salary: See the circular
Deadline: February 25, 2016 


Job Source: nayadigantajobs
Published Date: January 28, 2016
Jobs post by Bdjobscareer Desk

আঁকাশে উড়তে সক্ষম হল পৃথিবীর প্রথম হোভার বাইক “এফ’লাইক”

আঁকাশে উড়তে সক্ষম হল পৃথিবীর প্রথম হোভার বাইক “এফ’লাইক”

অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আঁকাসে উড়ল পৃথিবীর প্রথম উরন্ত বাইক এফ’লাইক! যেটি হাঙ্গেরির একদল গবেষকরা মিলে তৈরি করেছে। হোভার বাইকের টপ স্পীড বর্তমানে ৩০ মাইল প্রতি ঘণ্টা এবং এটি একটানা ৩০-৪০ মিনিট পর্যন্ত আঁকাসে উড়রে পারবে।
বাইকটি এন্টি-গ্রাভিটি টেকনোলোজি ব্যবহারের মাধ্যমে আঁকাসে উড়তে সক্ষম হয় এবং অতি আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারনে বাইকটির ক্রাশ করার সম্ভাবনা খুবই কম।

এফ’লাইকে বর্তমানে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটি আপনাকে একটানা ১৫-২০ মিনিট পর্যন্ত আঁকাসে উরে বেড়ানোর শক্তি যোগাবে, এবং আপনি চাইলে সেটি বাড়িয়ে ৩০ থেকে সর্বচ্চ ৪০ মিনিট পর্যন্ত করতে পারবেন।
বাইকটিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। এর তিনটি প্রান্তে ৩ টি শক্তিশালী রোটর বসানো আছে এবং তার সাথে জুড়ে দেয়া হয়েছে সর্বমোট ৬ টি পাখা। যেগুলো বাইকটিতে মাটি থেকে আঁকাসে উড়তে শক্তি যোগাবে।
মজার ব্যাপার হল এই বাইকটি আঁকাসে ওড়াতে কোন রানওয়ে দরকার হবে না। এটি হেলিকাপ্টারের মতো যথা স্থান থেকেই আঁকাসে উড়তে সক্ষম।
বাইকটি সম্পূর্ণ কম্পিউটার নিয়ত্রিত প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা হচ্ছে এবং এটি যখন প্রথম বারের মতো আঁকাসে উরে তখন প্রায় ২১০কেজির মতো ভার উত্তোলন করতে সক্ষম হয়। এবং দ্বিতীয় বারে চেষ্টায় প্রায় ২৪০ কেজি পর্যন্ত ভার উত্তোলন করে সফল ভাবে আঁকাসে উড়ে বেড়ায়।

আবিষ্কারকদের মতে আর খুব বেসি দিন হয়তো অপেক্ষা করতে হবে না, যেদিন মানুষ কার বা প্রাইভেট গাড়ির বদলে হোভার বাইকে করে আঁকাসে উড়ে বেড়াবে এবং তাদের প্রতিদিনকার কাজ সারবে।
আমার মতে নতুন এই প্রযুক্তিটি, যেকোনো যানজট পূর্ণ শহরের জন্য সত্যিই এক আশীর্বাদ হয়ে আসবে। সেদিন হয়তো আর খুব বেশী বাকি নেই যেদিন আঁকাসে ট্রাফিক সিগন্যাল বসাতে হবে। আর কোন প্লেন কে সাইড দেবার জন্য অপেক্ষা করে জ্যামে বসে থাকতে হবে 😛

ফেসবুক ব্যবহার করে ব্লগে ট্রাফিক ড্রাইভের স্টেপ বাই স্টেপ গাইডলাইন !

ফেসবুক ব্যবহার করে ব্লগে ট্রাফিক ড্রাইভের স্টেপ বাই স্টেপ গাইডলাইন !

ভিজিটর হচ্ছে একটি ব্লগের হার্ট। শুধুমাত্র ভাল মানের আর্টিকেল থাকলেই হবে না, প্রচুর পরিমানে টার্গেটেড ট্রাফিক সাইটে ড্রাইভ করাতে না পারলে আপনার সব প্রচেষ্টাই বৃথা। অনেকে ব্লগে ট্রাফিক ড্রাইভের জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের উপর জোর দেয় তবে এটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। জেনে অবাক হবেন আপনার ব্লগের ফেসবুক ফ্যান পেইজটাকে ব্যবহার করেও খুব দ্রুত টার্গেটেড ট্রাফিক ড্রাইভ করানো সম্ভব। বর্তমানে অনেক নামিদামি কোম্পানির ওয়েবসাইটগুলো ট্রাফিক ড্রাইভের জন্য ফেসবুক মার্কেটিং এর উপর জোর দিয়েছে। ব্যাপারগুলো আহামরিক কঠিন নয় তবে ক্রিয়েটিভলি আমি যে ট্রিকসগুলো শেয়ার করবো সেগুলো ফলো করতে হবে। কথা আর না বাড়িয়ে চলুন জেনে কি সেই ট্রিকসগুলো –
১। ইমেজ পোস্টঃ প্রথমত আসি ফেসবুক পেইজের ইমেজ পোস্ট নিয়ে। এক সমীক্ষায় দেখা গিয়েছে ফেসবুক পেইজে ইমেজ টাইপ পোস্ট করলে ১২০% বেশি এঙ্গেইজমেন্ট হয়। তাই চেষ্টা করুন আপনার ব্লগের আর্টিকেলের সাথে মিলিয়ে বড় সাইজের প্রাসঙ্গিক ইমেজ দিতে। আর অবশ্যই খেয়াল রাখবেন ইমেজ কোয়ালিটি যাতে ভাল মানের হয়।
অনলাইনে আয় করতে চান? জামানত ছাড়াই আয় করুন ঘরে বসে! এখানে ক্লিক করুন
ফেসবুকে বড় সাইজের ইমেজ পোস্ট করার ক্ষেত্রে এভাবে সরাসরি ইমেজ আপলোড করুন –
adguard_tablet_1
এটা হচ্ছে AndroPps এর একটি পোস্টের উদাহরন যেখানে দেখা যাচ্ছে তারা পোস্টে বড় সাইজের ইমেজ ব্যবহার করেছে যা তাদের পোস্টটাকে আরো আকর্ষনীয় করে তুলেছে –
11143463_416316548573734_829433152314962144_n
২। পোস্ট ডেসক্রিপশনঃ আপনি যে আর্টিকেলটি পেইজে প্রমোট করবেন অবশ্যই খেয়াল রাখবেন পেইজের পোস্টে ডেসক্রিপশনটা যাতে বেশি বড় না হয়। অনেকে পোস্টের ডেস্ক্রিপশন এতো বড় দেয় যে ফ্যানরা প্রথম দেখাতেই বোরিং ফিল করে। যার কারনে পোস্টে এঙ্গেইজমেন্ট হয় না। পোস্টের ছোট ডেসক্রিপশন পেইজের এঙ্গেইজমেন্ট বাড়ায়। সেই সাথে ক্লিক থ্রো রেট বাড়িয়ে দেয়। তবে পোস্টের ডেসক্রিপশন লিখার ক্ষেত্রে টুইটারের ১৪০ ক্যারেক্টার ফরমেটটা ফলো করলে ভাল কাজে দিবে।
চিত্রে Biggan Projukti এর পোস্টটি দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে –
11143463_416316548573734_829433152314962144_n
ডেস্ক্রিপশন লিখার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করবেন সেটা হল ডেসক্রিপশনটা যাতে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে সরাসরি প্রমোট না করে। পোস্টের ডেসক্রিপশনটা ফ্যানদের নিকট ইনফরমেটিভ এবং ভ্যালুবল না হলে তারা এটাকে কমার্শিয়াল মনে করে এঙ্গেইজ করা থেকে দূরে থাকার চেষ্টা করবে। সুতরাং পোস্টের ডেসক্রিপশনটা ক্রিয়েটিভভাবে লিখুন যাতে ফ্যানদের এঙ্গেইজমেন্টটা বাড়ে সেই সাথে ক্লিক থ্রো রেট।
আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হল ইমেজ টাইপ পোস্টের ডেসক্রিপশনে আর্টিকেলের যে লিঙ্কটা শেয়ার করবেন তা যেন অবশ্যই ক্লিন এবং ছোট থাকে। লিঙ্ক ছোট করার জন্য এক্ষেত্রে আপনি bit.ly ব্যবহার করতে পারেন। লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে আবার একাধিক লিঙ্ক দিয়ে একাধিক কল টু অ্যাকশন করতে যাবেন না তাহলে আপনার ফ্যানরা বিভ্রান্ত হয়ে যাবে। যা আপনার পোস্টের ক্লিক থ্রো রেট কমিয়ে দিবে।
AndroPps এর পোস্টটি একটি চমৎকার উদাহরন এক্ষেত্রে –
11143463_416316548573734_829433152314962144_n
৩। কোয়েশ্চেন টাইপ পোস্টঃ পোস্টের ডেস্ক্রিপশনটা যদি কোয়েশ্চেন টাইপ হয় তবে সেটা ফ্যানদেরকে বেশি এঙ্গেইজ করে সেই সাথে বাড়িয়ে দেয় ক্লিক থ্রো রেট। তবে খেয়াল রাখবেন কোয়েশ্চেনটা যেন ছোট এবং আর্টিকেলের সাথে প্রাসঙ্গিক হয় নিম্মের মতো –
adguard_tablet_1
৪। উক্তিঃ ব্লগের আর্টিকেলের কোন বিশেষ উক্তি পিক করে সেটা পোস্টের ডেসক্রিপশনে দিয়ে যার উক্তি তার ছবি পোস্টের সাথে এটাচ করে করেও আপনি ব্লগের আর্টিকেলের ক্লিক থ্রো রেট বাড়াতে পারেন। আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি উক্তি সম্বলিত পোস্টগুলো ফেসবুকে সবার কাছে এতো গ্রহনযোগ্যতা পায় যে পোস্টটি বেশি ভাইরাল হয়ে পেইজের এঙ্গেইজমেন্ট কয়েকগুন বাড়িয়ে দেয়।
 
চিত্রে Mashable এর পোস্টটি খেয়াল করলে ব্যাপারটা ক্লিয়ার হবে –
adguard_tablet_1
নীচের চিত্রে খেয়াল করলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে এ ধরনের পোস্ট ফেসবুকে কেমন ভাইরাল এবং এঙ্গেইজ হয় –
Capture
৫। লিঙ্ক প্রিভিউঃ যদি আপনি পোস্টে ইমেজ ব্যবহার না করেন তবে টেক্সটের সাথে লিঙ্ক প্রিভিউটা ব্যবহার করতে পারেন যা আপনার পোস্টটি ক্লিকেবল করে তুলবে আপনার পেইজের ফ্যানদের নিকট। এক্ষেত্রে খেয়াল রাখবেন লিঙ্ক প্রিভিউটি দেখানোর পর পোস্টের টেক্স থেকে লিঙ্কটা মুছে দিবেন নতুবা ক্লিন লাগবে না পোস্টটি।
যেমন এই স্টেপগুলো ফলো করে –
ধাপঃ১
1
ধাপঃ২
2
ধাপঃ৩
3
৬। লাইফ স্টাইল/টিপসঃ সর্বদা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস রিলেটেড পোস্ট করলে পেইজের ফ্যানরা বোরিং হয়। তাই লাইফ স্টাইল অথবা টিপস রিলেটেড আর্টিকেল যখনই লিখবেন সেটি আপনার ফেসবুক পেইজে শেয়ার করুন।
11143463_416316548573734_829433152314962144_n
৭। ব্লগ কন্টেস্টঃ মাঝে মাঝে ব্লগে কন্টেস্টের আয়োজন করে সেটি ফেসবুক ফ্যান পেইজে প্রমোট করেও ট্রাফিক ড্রাইভ করাতে পারেন। কারন আপনি যখন কন্টেস্টটি ফেসবুকে প্রমোট করবেন তখন আপনার পেইজের ফ্যানরা এতে এঙ্গেইজমেন্ট করতে চাইবে সেক্ষেত্রে ব্লগের কন্টেস্টে এঙ্গেইজমেন্টের পাশাপাশি টোটাল ব্লগে ট্রাফিক ড্রাইভ করাতে পারছেন।
adguard_tablet_1
৮। সপ্তাহের সেরা আর্টিকেলগুলো নিয়ে পোস্টঃ সপ্তাহের কোন একটি নির্দিষ্ট দিনে আপনার ব্লগের সপ্তাহের বেস্ট আর্টিকেলগুলো নিয়ে পেইজে পোস্ট করতে পারেন। এতে আপনার পেইজের ফ্যানরা এক পলক আর্টিকেলগুলো দেখার সুযোগ পাচ্ছে এবং পাশাপাশি এ ধরনের অপশনের কারনে নির্দিষ্ট আর্টিকেলে ফ্যানদের ক্লিক থ্রো রেট বাড়িয়ে দিচ্ছে।
৯। শর্ট ভিডিওঃ মাঝে মাঝে পেইজে আপনার ব্লগ আর্টিকেলের বিষয়বস্তু নিয়ে একটা শর্ট ভিডিও সংযুক্ত করে পোস্ট করুন। কারন ভিডিও টাইপের পোস্টগুলো পেইজের ফ্যানদের বেশি এঙ্গেইজ করে। আর ভিডিওটি এমন হওয়া দরকার যাতে ওই ভিডিও থেকে ফ্যানরা নির্দিষ্ট আর্টিকেলের ব্যাপারে ভালভাবে জানতে পারে যাতে তাদের জানার তৃষ্ণাটা আরো বেড়ে যায় এবং আর্টিকেলের লিঙ্কে ক্লিক করে বাকিটুকু জানতে আগ্রহ প্রকাশ করে।
adguard_tablet_1
১০। ফেসবুক পেইড এডভার্টাইজমেন্টঃ আপনার ফেসবুক ফ্যান পেইজের পোস্ট ফেসবুক পেইড এডভার্টাইজমেন্ট করিয়েও ব্লগের জন্য কাঙ্খিত ট্রাফিক ড্রাইভ করাতে পারেন। ফেসবুক পেইড ক্যাম্পেইনের দুটো সুবিধা আছে- একটি হল আপনার ফ্যান পেইজের টোটাল ফ্যানদের নিকট পোস্টটি রিচ করাতে পারছেন। দ্বিতীয়ত পেইজের অলরেডি ফ্যান যারা আছে তাদের বাইরেও আপনার ব্লগটি যে ধরনের ইন্ড্রাস্টি নিয়ে লেখালেখি করে সেই ইন্ড্রাস্টির প্রতি ইন্টারেস্টেড রিডার আপনি পেইড কাম্পেইন করে পাচ্ছেন।
সুতরাং উপরের এই ১০ টি ট্রিকস আপনি যদি ক্রিয়েটিভলি ফলো করতে পারেন, দেখবেন আগের থেকে আপনার ব্লগ সাইটে কয়েকগুন হারে ট্রাফিক বেড়ে গিয়েছে। আমি এই ১০টি ট্রিকস শেয়ার করলাম তবে এর বাইরেও কারো যদি কোন ট্রিকস জানা থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এতে সবাই উপকৃত হবে। আর লেখার কোন পয়েন্ট না বুঝে থাকলে কমেন্ট করুন অথবা চাইলে সরাসরি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। আমার ফেসবুক প্রোফাইল – https://www.facebook.com/alauddin.almahdi15
পরিশেষে ধন্যবাদ সবাইকে অনেকক্ষন ধরে লেখাটি পড়ার জন্য।

বাংলাদেশের প্রথম এবং সেরা সোশিয়াল প্লাটফর্ম মাইমিটবুক

বাংলাদেশের প্রথম এবং সেরা সোশিয়াল প্লাটফর্ম মাইমিটবুক…তাহলে আর ফেসবুক কেন…!

আচ্ছালামু আলাইকুম কেমন আছেন।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বাংলাদেশের সবচেয়ে বড় সোশিয়াল সাইট নিয়ে আলোচনা।যেটি কিনা ২০১৫ এর দিকে তাদের কার্যক্রম শুরু করে প্রথম বাংলাদেশে। এই সাইট টির বিশেষ সুবিধা হল যেহেতু এটি একটি বাংলাদেশী এবং বাংলাদেশী ডেভলোপাররাই তৈরি করেছে তাই আমাদের বাংলাদেশীদের জন্যে এটা একটা বড় সুযোগ।
আমরা বাংলাদেশী প্রায় ৪৬ ভাগ মানুষ দৈনিক গড়ে ৩ ঘন্টা ৩৫ মিনিট টাইম দেয় শুধু বিভিন্ন সোশিয়াল প্লাটফর্মে তাই নয় বাংলাদেশীদের মধ্যে এটা একটা বড় পজিটিভ অবস্থান তৈরি হচ্ছে। অনেকেই আছে তাদের ক্যারিয়ারের শুরুটা তৈরি হচ্ছে এইসব সোশিয়াল প্লাটফর্ম গুলা দিয়ে।
অনলাইনে আয় করতে চান? জামানত ছাড়াই আয় করুন ঘরে বসে! এখানে ক্লিক করুন
অনেক সফল লোকেরাই আছে তাদের ব্যাক্তিগত জীবন বিশ্লেষন করলে দেখা যায় যে যারা প্রথম দিকে কিছুই বুঝতনা বা জানতনা কিন্তু পরে তারা বিভিন্ন সামাজিক প্লাটফর্ম গুলার সহায়তায় তাদের আজকের বর্তমান অবস্থান।কারন সামাজিক যোগাযোগ সাইট গুলা এমন একটা প্লাটফর্ম যেখানে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে এবং একে অপরের সাথে তৈরি করে এক সুবিশাল সম্পর্ক আর এইভাবেই একে অপরের সাথে শেয়ার করতে থাকে একে অপরের এক্সপেরিএন্স এবং একে অপরকে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
এদিক থেকে আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষেই শুধুমাত্র ফেসবুক কেই চিনে থাকি এবং ব্যবহার করে থাকি।কারন তু একটাই যে ফেসবুকের ব্যবহার বিধি এবং সহজ সাধ্য হওয়ার কারনে আমাদের পছন্দ ফেসবুক…তাই আমরা মোটামুটি সোশিয়াল সাইট বলতে একমাত্র ফেসবুক কেই চিনে থাকি।
কিন্তু ফেসবুকের অনেক প্রাইভেসী এবং রুলস রেগুলেশনের কারনে আমাদের অনেকেই এক বিরাট ঝামেলা পোহাতে হয় তার মধ্যে কয়েকটা নিন্মে দেওয়া হলঃ-
১।প্রাইভেসীর যন্ত্রনা
২।ফটো ভেরিফিকেশন
৩।নিজের ফ্রেন্ড লিস্ট লিমিট করে দেওয়াঃ
(পাচঁ হাজারের বেশি আপনি কোন ফ্রেন্ড বানাতে পারবেন না যার কারনে দেখা যাচ্ছে আমরা যারা ব্লগিং করি বা বিভিন্ন গ্রুপ খুলে থাকি তাদের কাছে এটা একটা বিশেষ সমস্য্য বলতে পারেন)
৪।বিদেশী প্লাটফর্মঃ
যেহেতু ফেসবুক একটি বিদেশী সোশিয়াল প্লাটফর্ম তাই বিভিন্ন সময় কোন সাহায্যের প্রয়োজন হলে আমরা সেগুলা বুঝিয়ে বলতে পারিনা বা ইংরেজী না জানার কারনে আমাদের বিশেষ সমস্যায় পড়তে হয় ।আর হা ভাগ্যেকমে যদি আপনার জীবনে কখনো ফটো ভেরিফিকেশন হয় তাহলে তু আর কথায় নেই।আপনার আইডি চির জীবনের জন্যে বাদ.
৫।নাম চেইঞ্জ করার লিমিট
আপনি যদি কোন নাম ৩ বারের বেশি চেইঞ্জ করে ফেলেন তাহলে আর নাম চেইঞ্জ করতে পারবেন না ।আরে ভাই আমি আমার নাম যতবার ইচ্ছা ততবার চেইঞ্জ করুম তাতে মার্ক জুকার্বাগের কি…আজব তু।
৬।ব্লগিং করাঃ
আমরা অনেকেই আছি ব্লগিং করে থাকি বা অনেক সময় মন চাই যে যদি একটা ফ্রিতে ব্লগ খোলা যেত যদিও গুগল এই সুবিধা টা তাদের ব্লগার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকে কিন্তু ফেসবুকের আদৌ তার দ্বারপ্রান্তে নেই…এমন কি তারা যে নোট নামের একটি সার্ভিস খোলা রাখা হয়েছে তার মধ্যে তেমন কোন বিশেষ ফিচার সম্বলিত সুবিধা নেই।
যা হোক যদি ফেসবুকের ভুল গুলা বা ফিচার ঘাটতির কথা বলতে যায় তাহলে মহাভারত লিখা যাবে…আসলে কি আমরা বাংলাদেশীদের জন্যে কেনইবা একটি বিদেশি সাইট তাদের রুলস চেইঞ্জ করবে বা এক্সট্রা সুবিধা দিবে…?
এখন আসুন দেখি সদ্য শুরু করা আমাদের বাংলাদেশী সাইট মাইমিটবুক সম্পর্কে
Screenshot_6
মাইমিটবুক একটি বাংলাদেশী সোশিয়াল প্লাটফর্ম।এটি ২০১৫ এর দিকে বাংলাদেশে প্রথম শুরু করে তাদের কাজ।এবং এসেই ভালো জনপ্রিয়তা অর্জন করে ধীরে ধীরে।ইতিমধ্যেই তারা তাদের সোশিয়াল সাইটের বিশেষ ফিচার গুলার কারনে অনেকের কাছেই সেটা প্রধান সোশিয়াল সাইট হিসেবে অগ্রধিকার পাওয়া শুরু করেছে….
আমি নিজেও বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় সোশিয়াল সাইট mymeetbook.com” এ নতুন এবং অল্প কিছুদিনের মধ্যেই এর যা যা ফিচার দেখলাম তা আর বলার অপেক্ষা রাখেনা যে এটি একদিন পৃথীবির নামি দামি সোশিয়াল গুলার মধ্যে একটি হবে।
আসুন দেখি এর কিছু ফিচার।আসলে সকল সোশিয়াল সাইট গুলারই কিছু ব্যাসিক ফিচার থাকে যেমনঃ
১।চ্যাট করার সুবিধা
২।বন্ধু বানানো
৩।স্টাটাস আপডেট
৪।পেজ খোলা….ইত্যাদি
এইগুলা প্রায় সব সোশিয়াল সাইট (ফেসবুক,গুগল,টুইটার,গুগল) ও আছে জাস্ট কিছু ভিন্ন ভিন্ন নামে তাই এই ফিচার গুলা আমাদের বাংলাদেশী সোশিয়াল প্লাটফর্ম “মাইমিটবুক.কম” তু পাবেন বরং তার সাথে যে এক্সট্রা ফিচার আছে সেগুলা বললে হইতবা আপনি নিজেই বলবেন আসলে আমরা বাংলাদেশী ডেভলোপার রা বিশ্বের নামি দামি ডেভলোপারদের থেকেও ভালো জ্ঞান রাখি। আসলে একটা কথা আছে বাড়ির গরু কখনো ঘাটের ঘাস খায়না আমরা বাংলাদেশীরা নিজের দেশে দুনিয়ার সবচেয়ে ভালো কিছু আবিস্কার করলেও সেটা আবিস্কারেই রয়ে যায় তা আর দেখার সময় হয়না বা আলোচনার বিষয় বস্তু হয়না ।
নিউজেও আসেনা কিন্তু দেখা যায় আমেরিকার এমুক কোম্পানি বাথরুমের বদনা থেকে আটোমেটিকভাবে পানি পড়তে পারে আবিস্কার করেছে এই ব্যাস হয়ে গেল এখন আর কি সকল নিউজে ফিড,হেডলাইন “বাথরুমের বদনা প্রযুক্তি” আবিস্কার করল টুটু কোম্পানি।আর তার দেশে যে এত ভালো ভালো জিনিস গুলা আবিস্কার হচ্ছে সেগুলা আমরা কখনো পরখ করে দেখিনা আমদের নিউজ ফিডেও আসেনা কারন তারা জানে পাবলিক এই নিউজ ফিড করলে তেমন খাবেনা...আমার মনে আছে বাংলাদেশের একজন বুয়েট স্টুডেন্ট একটা বিশেষ জিনিস আবিস্কার করেছিল কিন্তু সেটা আর্থিক সহায়তার অভাবে আর বাংলাদেশের মত একটা দেশে টিকলনা।

যা হোক মাইমিটবুকের যে এক্সট্রা সুবিধা গুলা পাবেন
inspired-by-creativity-web-interface1
  • ডিজাইনঃ হা ডিজাইন একটা মূল ফ্যাক্টর ।আপনি কোন একটা প্লাটফর্ম এ সময় কাটাবেন কিন্তু সেটার লেয়াউট বা ডিজাইন আপনার বোধগম্য হচ্ছেনা তাহলে আপনি কীভাবে ঠিক এটাকে আপনার সাথে মানিয়ে নিতে পারবেন।এইক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশীদের কথা চিন্তা করে মাইমিটবুক তাদের সোশিয়াল প্লাটফর্ম টির ডিজাইন একদম সাধাসিধে এবং ইউসার ফ্রেন্ডলিভাবে ডেভলোপ করেছে।একবার দেখলেই বুঝবেন…মাইমিটবুক(mymeetbook.com) লিংক
  • ইউসার ফ্রেন্ডলি:আসলে কি আমরা অনেক সময় অনেক প্লাটফর্মে যায় এবং আমাদের অনেক কাজের জিনিস গুলা খুজে থাকি কিন্তু ঝামেলা টা হল যখন কোন অপশন বা ফিচার খোজতে গেলেই দিন পার হয়ে যায় কোন অপশন টা কোথায় আছে তা খুজে পাওয়া যায় না।কিন্তু মাইমিটবুক আমাদের বাংলাদেশের কথা চিন্তা করে তারা তাদের প্রতিটা ফিচার বা অপশন আমাদের জন্যে চোখের নাগালে রেখেছে যার ধরুন আপনি অতি সহজেই আপনি আপনার প্রয়োজনীয় ফিচার গুলা ব্যবহার করতে পারবেন।

  • বাংলাদেশীদের জন্য বিশেষ ভাবে তৈরিঃ যেহেতু বাংলাদেশী ডেভলোপার দ্বারা তৈরী তাই প্রথমেই তারা বাংলাদেশীদের কথা চিন্তা করে কীভাবে বাংলাদেশীরা এটা থেকে সঠিক এবং তথ্যবহুল জ্ঞান এবং সঠিক পথ খুজে পাবে এর থেকে সর্বোচ্চ বেনিফিট পাবে তার জন্যে বিশেষ ভাবে গঠন করা হয়েছে।
  • প্রাইভেসীঃ এটি আর বলার অপেক্ষা রাখেনা যে একটা মানূষ আসলে ভার্চুয়াল জগত মানেই আজকাল মনে করে হ্যাকিং বা নিজের পার্সোনাল তথ্য চুরি হওয়া ।এই দিক টি বিবেচনা করে মাইমিটবুক তাদের বিশেষ প্রাইভেসী প্রটেকশন দিয়ে প্লাটফর্ম টি তৈরি করেছে…যার কারনে আপনাকে আর আপনার পার্সোনাল তথ্যদি নিয়ে চিন্তা করতে হবেনা
handshake_interview
 
  • যোগাযোগ সম্পর্কঃ যেহেতু মাইমিটবুক একটি বাংলাদেশী সোশিয়াল প্লাটফর্ম তাই আপনার যে কোন প্রকারের সমস্যা/হেল্পের প্রয়োজন হলে অনেক দ্রুত সমস্যার সমাধান করতে পারেন।এছাড়া আপনি সরাসরি তাদের টেকনিক্যাল টিমের সাথে কন্ট্রাক্ট করতে পারেন আর হা অবশ্যই আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায় । তাই আর কোন চিন্তা করার কিছু নেই যে আপনি কতটা দ্রুত এবং সহজ ভাবে আপনি আপনার সমস্যার সমধান করতে পারবেন।

  • পরিচিতদের সাথে ফ্রেন্ড হওয়ার সুযোগঃ যেহেতু শুরুটাই বাংলাদেশে ইতিমধ্যে বাংলাদেশের যত বড় বড় ফ্রিলান্সার/ওডেস্ক গুরুরা আছে তারা সবাই প্রায় বাংলাদেশের এই সেরা সোশিয়াল প্লাটফর্মে তাদের নিজেদের অবস্থান করে নিয়েছে তু আপনি কেন এখন বসে আছেন…!!!! একটা বিদেশি প্লাটফর্ম নিয়ে…আসলে কি আমরা হয়তবা একদিন দুইদিনে ফেসবুক ছাড়তে পারবনা আর আমি ছাড়তে ও বলছিনা কিন্তু দেশের এমন একটা সম্পদ এবং অধিক সুবিধাময় একটা প্লাটফর্ম থাকতে কেন আমরা অন্যে কোথাও আমাদের জায়গা খুজতে যাব।

তাইতু কবি বলতেন,
দেশকে ভালোবাসা মানে দেশের প্রতিটা মানুষ এবং প্রতিটা কনা কে ভালোবাসা।


  • সহজেই সমস্যার সমাধানঃ আপনার বিশেষ কোন প্রয়োজন বা দরকার লেগেছে এমন কোন জিনিস আপনি সরাসরি তাদের টেকনিক্যাল টিমের মোবাইল নাম্বারে কল করে তাদের থেকে আপনার প্রয়োজন টা মিটিয়ে নেন।
  • ব্লগিংঃ আপনি ব্লগিং নিয়ে ভাবছেন।আর চিন্তা করার কিছুই নেই।আপনি মাইমিটবুকের ব্লগিং ফিচারের মাধ্যমে আপনার এই চিরাচারিত আশাটা পূর্ন করতে পারবেন।এখানে আছে ব্লগিং করার এক বিশেষ প্লাটফর্ম যা আপনি কোন এক্সট্রা মানি খরচ ব্যাতিত আপনি আপনার ব্লগিং ক্যারিয়ার গঠন করতে পারবেন।
need-help
  • আর্নিংঃ আমাদের প্রত্যেকেরই একটা আশা থাকে যে আমরা অনলাইনে কিছু আর্নিং করতে চাই তাদের জন্য একটা বিশেষ প্লাটফর্ম ।আপনি ইচ্ছে করলেই তাদের ব্লগিং ফিচার এবং আপনার এড গুলা কে ফ্রী তে বিজ্ঞাপন দিয়ে এবং তাদের ফ্রী হোস্টিং এ আপনার ফাইল আপলোড করে বিডভার্টাইসার,শেয়ারক্যাস,আপ্লোডিং,ফাইলহিপ্পো এর মত নাম কারা সাইট গুলা থেকে আর্নিং করতে পারবেন।আপনার আর্নিং এর ব্যাপারে কোন হেল্প বা কোন ফাইল প্রয়োজন লাগলে তাদের হোস্টিং সার্ভারে খুজতে পারবেন।এবং সেটাকে আপনি একদম বিনামূল্য আপনার কাজে ব্যবহার করতে পারবেন।
Como-Ganhar-Dinheiro
বিশেষ দ্রঃ আমার মনে হয় না পৃথীবির কোন সোশিয়াল প্লাটফর্ম এইরকম ভাবে তাদের ফিচার সমৃদ্ব করেছে।
আর কথা বাড়াব না।আসলে বাংলাদেশের মত এমন একটা হতদরিদ্র দেশে এমন একটা সোশিয়াল প্লাটফর্ম তৈরি হবে আমরা কখনো চিন্তা ও করিনি।তাই আর দেরি না করে এখনি আপনার জায়গা দখল করে নিন।
কিভাবে সাইন আপ করবেন তা আর বলার অপেক্ষা রাখেনা যে এটা কতটা সহজ এবং ইউসার ফ্রেন্ডলি জাস্ট আপনার ইউসার নেম, ইমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন আপনার ইমেইল থেকে কনফার্ম ব্যাস হয়ে গেলেন আপনি এখন থেকে বাংলাদেশের প্রথম এবং সেরা সোশিয়াল প্লাটফর্মের একজন সফল মেম্বার.এরপরেও না বুঝলে এই ভিডিও টি দেখতে পারেন।কীভাবে সাইন আপ করতে হয়।
পরিশেষে বলা যায় যে আমি যা বলেছি তা তাদের সুবিধা এবং ফিচারের তুলনায় বিন্দুমাত্র তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে
এই লিংকে গিয়ে বিস্তারিত জানার চেষ্ঠা করুন
আর বাংলাদেশের অনলাইন এবং অফলাইন নিউজপেপার গুলাতে মাইমিটবুক সম্পর্কে জানতে এই লিংক গুলাতে চেক করতে পারেন
MyMeetBook.com নিয়ে এই পর্যন্ত যত নিউজ হইছে সব লিঙ্কঃ
16/03/2015 – http://techshohor.com/news/33346
16/03/2015 – http://www.uniquenews24.com/নতুন-আঙ্গিকে-যুক্তু-হল-সো/
18/03/2015 – http://www.banglanews24.com/beta/fullnews/bn/377945.html
18/03/2015 – http://www.raozankagoj24.com/archives/6280
18/03/2015 – http://raojannews24.com/home/details?news=582
18/03/2015 – http://raozanbarta24.com/?newsDetails=1260
18/03/2015 – http://www.bdallnews24.com/bn/article/19648/
18/03/2015 – http://bdhotnews.com/Details.php?q=news&id=14352
18/03/2015 – http://banglarroop.net/?newsDetails=2820
19/03/2015 – http://www.jugantor.com/news/2015/03/19/236942
http://ejugantor.com/2015/03/19/2/details/2_r4_c7.jpg
19/03/2015 – http://www.bd24live.com/bangla/article/32080/index.html
19/03/2015 – http://toronggo.com/?p=1782
19/03/2015 – http://news.toronggo.com/?p=457
19/03/2015 – http://www.bdnewscast.com/archives/2482
20/03/2015 – http://www.alokitobangladesh.com/technology-everyday/2015/03/20/128827
20/03/2015 – http://www.jjdin.com/index.php?view=details&archiev=yes&arch_date=20-03-2015&type=single&pub_no=1136&cat_id=1&menu_id=93&news_type_id=1&index=8
http://www.ejjdin.com/2015/03/20/images/07_107.jpg
20/03/2015 – http://www.ukhiyanews.com/?p=24493
20/03/2015 – http://timesofbengali.com/2015/03/20/14981
21/03/2015 – http://www.somoyerkonthosor.com/news/193618
22/03/2015 – http://www.newsofbangladesh.com/news/14258.html
22/03/2015 – http://www.manobkantha.com/2015/03/22/21417.php
http://www.emanobkantha.com/2015/03/22/7/details/7_r11_c2.jpg
12/05/2015 – http://www.epurbodesh.com/index.php?date=12-05-2015&page=3
http://www.epurbodesh.com/newspaper/2015/May/12/3/big/images/3.jpg
http://news.zoombangla.com/দেশের-সোশ্যাল-মিডিয়া-মাই
http://amarbangla3.blogspot.com/2015/03/blog-post_17.html
http://songbadprotidin24online.blogspot.com/2015/03/blog-post_18.html
http://www.khabarpatrabd.com/details.php?nid=31168
http://www.shiningbangladesh.com/index.php?area=pages&&action=news&ac=7&news=ZVWCCeGxBC


আরো কিছু জানতে এবং কীভাবে এ থেকে আপনার সুবিধা গুলা হাসিল করতে ব্যবহার করা যায় তার জন্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন।আরেকটা কথা মনে করবেন না যে আমি এতকিছু লিখেছি তার মানে আমি কিনা আবার এই সোশিয়াল প্লাটফর্মের সহকারী না ভাই আমি আপনার মত একজন সাধারন ইউসার ।জাস্ট ব্যবহার করে মনে হল এমন একটা সোশিয়াল প্লাটফর্ম বাংলাদেশে তৈরি হইছে আর আমরা বাংলাদেশীরা কেন বিদেশী সাইট নিয়ে পড়ে থাকব।
আসলে একটা কথা আছে
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনা বিন্দু বিন্দু জল
গড়ে তুলে মহাদেশ সাগর অতল।


ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।
আপনারা সাইন আপ করেই আমার মাইমিটবুকে আমাকে সার্চ দিতে পারেন অথবা আমাকে আপনার বন্ধু বানাতে এইলিংকে ক্লিক করতে পারেন ।